
ছবি: সংগৃহীত।
‘বাংলাদেশের শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা’ বিষয়ে এক গোলটেবিল বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি Memorandum of Understanding (MoU) স্বাক্ষর হয়। সরকার পর্যায়ে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাকাডেমিক ডিসকাশন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয় এবারই প্রথম।
আজ (২৯ এপ্রিল) দুপুরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েএকটি গোল টেবিল বৈঠকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের উপদেষ্টা একথা বলেন।
গোলটেবিল বৈঠকে শ্রম উপদেষ্টা বলেন, কোন মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনে ইন্টারপোল এর মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সম্পত্তি বিক্রি করে হলেও প্রত্যেক মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
উপদেষ্টা আরো বলেন, বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি তারা যদি তাদের লভ্যাংশের অর্থ বিধি মোতাবেক কেন্দ্রীয় তহবিলে জমা না দেয় তাহলে তারা কোন সরকারি ক্রয় অংশগ্রহণ করতে পারবেনা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন
এ সময় শ্রম ও সংস্কার কমিশন প্রধান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ, আইএলও প্রতিনিধিবৃন্দ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সায়মা ইসলাম