
ছবিঃ প্রতিবেদক
নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (২২) জোর করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার বিরিশিরি এলাকা থেকে পুলিশ ওই নেতাকে আটক করে। আটক হওয়া ওই ছাত্রদল নেতার নাম ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪)। সে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে পড়েন। তার সঙ্গে কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনার একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এ উপলক্ষে তারা মঙ্গলবার দুর্গাপুরে বেড়াতে যান। ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথামতো তারা বিরিশিরি এলাকার একটি আবাসিক হোটেলে উঠেন। বিকেল তিনটার দিকে তরুণীর হবু বর হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যান। এ সুযোগে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তরুণী। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদ দুর্জয়কে আটক করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখার সময় তরুণী ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ওসি জানান, ফয়সাল আহমেদকে দুর্জয়কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
আরশি