
ছবিঃ প্রতিবেদক
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সর্বোচ্চ টেকসই উৎপাদন নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান-এর নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাহাদুল ইসলাম-এর নেতৃত্বে বাঁকখালী নদীর মোহনা, সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১টি মশারী/টানা জাল, ৬টি বেহুন্দী জাল, ১টি চরঘেরা জাল এবং আনুমানিক ২০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মহেশখালী সূত্রে জানা যায়, সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
আরশি