
ছবি: সংগৃহীত
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। আত্মসমর্পণের পর জামিন আবেদন দাখিল করা হলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তিনি তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার কর ফাঁকি মামলার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় তুহিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। পরে ২০০৮ সালে কর ফাঁকির মামলায় আদালত তাকে তিন ও পাঁচ বছর করে মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে দুই ধারার সাজা একত্রে কার্যকর হওয়ায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর সাজা ভোগ করতে হবে।
এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ সতেরো বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন
ফারুক