
ছবিঃ সংগৃহীত
রাজধানীর ভাটারা এলাকার মাদানী এভিনিউতে অনন্ত গ্রুপের নির্মাণাধীন প্রকল্প অনন্ত টেরেসেস-এর কারণে রাস্তা দেবে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক ১০ লাখ টাকা জরিমানা করেছে। একইসঙ্গে, মে মাসের মধ্যে নিজ খরচে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।
অনন্ত গ্রুপ ৪৫ বিঘা জমির উপর হাজার কোটি টাকার এই আবাসন প্রকল্প নির্মাণ করছে। এর বেজমেন্টের সুরক্ষা দেয়াল যথাযথভাবে নির্মাণ না করায় ১০০ ফিট সড়কের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার ফুটপাতসহ প্রায় ২০০ মিটার এলাকা পলিথিনে ঢেকে রাখা হয়েছে, যার একাংশ দেবে গেছে। সাধারণ মানুষ সড়কটি ব্যবহার করতে পারছেন না।
রাজউক জানায়, নির্মাণ কাজে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার কারণেই এই ক্ষতি হয়েছে। প্রথমে দায় স্বীকার না করলেও, সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের উপস্থিতিতে তিন ঘণ্টার আলোচনার পর দায় স্বীকার করে অনন্ত গ্রুপ।
রাজউক-এর মোবাইল কোর্ট তাদের ১০ লাখ টাকা জরিমানা করে এবং জুনের মধ্যে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও নির্ধারণ করা হয়েছে।
রাজউক আরও জানায়, রাজধানীতে সব অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ক্ষমতাশালী কেউই রেহাই পাবে না।
মারিয়া