
ছবি: সংগৃহীত
সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সারাদেশে প্রায় ১,৫০০ মামলা হয়েছে, তবে নিরপরাধ কেউ যেন সাজা না পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলার তদন্তে যার বিরুদ্ধে দায় প্রমাণিত হবে কেবল তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাদীর ব্যক্তিগত বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘মামলার তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত কোর্টে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না।’
এছাড়া আইজিপি বাহারুল আলম আরও জানান, ‘পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এ নির্দেশ পেয়েছেন যে, নিরীহ লোককে যেন গ্রেফতার-হয়রানি করা না হয়, তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বেলাতেই আমরা ‘ওয়ারেন্ট অব অ্যারেস্ট’ চাইব, তাকেই শুধু গ্রেফতারের ব্যবস্থা নেব।’
সূত্র: https://www.facebook.com/share/v/1Ha3W3C7Pv/
রাকিব