ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কিসের খোঁজে খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব, কলকাতায় বাংলাদেশের প্রেসসচিব?

প্রকাশিত: ০১:১২, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১৩, ২৯ এপ্রিল ২০২৫

কিসের খোঁজে খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব, কলকাতায় বাংলাদেশের প্রেসসচিব?

ছবিঃ সংগৃহীত

লেখক হুমায়ুন আহমেদ, অধ্যাপক হুমায়ুন আজাদ এবং কবি হেলাল হাফিজ- তারা সকলেই নিজ নিজ অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত। শিল্প-সাহিত্য-সংস্কৃতির সাথে যুক্ত কোনো বাংলাদেশি এই তিন ব্যক্তিকে চেনেন না, এমনটি নেই বললেই চলে। তিনজনই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

তাদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্ট করেছেন ভার‌তের কলকাতায় অবস্থিত বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন। লিখেছেন, "আজ থেকে এক যুগ আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তখনকার প্রেস সচিব, লেখক-সাংবাদিক মারুফ কামাল খান সোহেল ভাই আমাকে বলেছিলেন, লেখক হুমায়ুন আহমেদ, অধ্যাপক হুমায়ুন আজাদ এবং কবি হেলাল হাফিজকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে তিনি একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন। ওই ভিডিওটি কারা কারা দেখতে চান? শেয়ার করুন, ট্যাগ করুন সংশ্লিষ্টদের। আমি খুব দেখতে চাই।"

তারিক চয়নের এমন আকুতি নজর এড়ায় নি মারুফ কামাল খান সোহেলের। চয়নের পোস্টটি শেয়ার দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, "বিটিভির আর্কাইভে থাকতে পারে। কারো খোঁজে থাকলে জানাবেন প্লিজ।"

ইমরান

×