ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে ইউআইইউ শিক্ষক

প্রকাশিত: ০০:১৪, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৪৯, ২৯ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে ইউআইইউ শিক্ষক

ছবিঃ সংগৃহীত

"আওয়ামী লীগ তো করবেই এই দেশের মানুষ, আপনি সব বের করতে পারবেন না। সব আওয়ামী লীগ বের করতে পারবেন না। আওয়ামী লীগ করলে সমস্যা কী?" — সম্প্রতি এমন মন্তব্য করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সংক্ষেপে ইউআইইউ) এর একজন শিক্ষক।

জবাবে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, "এটা আপনি কীভাবে বলেন স্যার? কীভাবে বলেন যে আওয়ামী লীগ করলে সমস্যা কী? সব আওয়ামী লীগ বের করতে পারবেন না বললে কি ক্যাম্পাসে আওয়ামী লীগ ঢুকিয়ে রাখবেন স্যার? ক্যাম্পাসে আওয়ামী লীগ ঢুকাবেন আপনি? এটা কেমন যুক্তি দিলেন? কেমন যুক্তি দিলেন যে আওয়ামী লীগকে দেশ থেকে বের করা যাবে না? তাহলে দেশের জন্য মানুষ রক্ত দিল কেন?"

উল্লেখ্য, রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্রঃ https://youtu.be/dY6slDmmXfE?si=bCoT9oBnNmeenw_X

ইমরান

×