ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ

প্রকাশিত: ২১:১৫, ২৮ এপ্রিল ২০২৫

ইশরাককে মেয়র হিসেবে  শপথ না পড়াতে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে তার নামে গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণ কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠানো হলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (২৮ এপ্রিল)। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) রোববার রাতে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান ঢাকার দুই বাসিন্দা—কাকরাইলের মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে এই নোটিশ পাঠান। নোটিশের প্রাপকদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন।

আইনজীবী মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, গত রোববার বিকেলে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এরই মধ্যে রোববার রাতেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধনী গেজেট প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, "যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করা হয়েছে। সাধারণত নির্বাচন কমিশনের উচিত ছিল রায় চ্যালেঞ্জ করা। কিন্তু তা না করে গেজেট প্রকাশ করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। এছাড়া ট্রাইব্যুনাল এমন আদেশ দিতে পারে না যার কার্যকারিতা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মেয়রের মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং সরকার অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করেছে।"

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে দেন এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

নুসরাত

×