ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ড. ইউনূস ‘রেড লাইন’ পার করেছেন—স্ট্যাটাস শেয়ার করলেন সারজিস আলম

প্রকাশিত: ১৯:৫৮, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৪, ২৮ এপ্রিল ২০২৫

ড. ইউনূস ‘রেড লাইন’ পার করেছেন—স্ট্যাটাস শেয়ার করলেন সারজিস আলম

ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত সাদিকুর রহমান নামে এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস কপি করে তার নিজের পেইজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সেখানে বলা হয়েছে, "ড. ইউনূস গতকাল একটি রেড লাইন ক্রস করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেটি তারা সিদ্ধান্ত নেবে। অথচ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ড. ইউনূসের নেই।"

স্ট্যাটাসটিতে আরও দাবি করা হয়, দেশের জনগণই ঠিক করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না। ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলেও উল্লেখ করা হয়।

লেখাটিতে বলা হয়, প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের মতামত জানা যেতে পারে। তবে আওয়ামী লীগকে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। একই সঙ্গে স্ট্যাটাসে আওয়ামী লীগকে 'সন্ত্রাসী সংগঠন' বলে উল্লেখ করা হয় এবং হুঁশিয়ারি দেওয়া হয় যে, আওয়ামী লীগের পক্ষে কথা বললে ড. ইউনূসের বিরুদ্ধেও দাঁড়ানো হবে।

সারজিস আলমের শেয়ার করা এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

নুসরাত

×