
ছবিঃ প্রতিবেদক
যশোরের ৩০ মিনিটে কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন৷ ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে ঝরে গেছে ধান৷ জমিতে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগ চাষীদের৷ আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া কাল বৈশাখী ঝড় ১৮০ কিঃ মিঃ বেগে যশোর অতিক্রম করছে৷ বৃষ্টি পাতের পরিমাণ এখনো রেকর্ড করা যায়নি৷
কষি বিভাগ বলছে, শিলা বৃষ্টিতে ফসলের কিছু ক্ষতি হয়েছে। বেশিরভাগ ধান কৃষক ঘরে তুলেছে। মাঠে এখনও ৪০-৪৫ ভাগ পাকা ধান রয়েছে। তবে কৃষকদের দাবি ৬০-৭০ ভাগ ধান এখনও মাঠে রয়েছে।
চৌগাছার শহিদুল ইসলাম জানান, ১৮ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। ঝড় ও শিলাবৃষ্টিতে সকল ধান মাঠে মাটিতে পড়ে গেছে। কৃষক আকবর আলী জানান, তিনি এনজিও থেকে ঋণ নিয়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন, তার ধান কেটে রাখার পর এখন পানিতে ভাসছে।
মোজাম্মেল হক জানান, তিনি গরু বিক্রি করে ২ বিঘা জমিতে ধান চাষ করেছেন। ঝড়ে সকল ধান মাটিতে নুয়ে পড়েছে। রমজান আলী জানান, শিলাবৃষ্টিতে তার সবজির চারা নষ্ট হয়ে গেছে। চারার মাথা কেটে পড়েছে। ফারুক হোসেন জানান, তার সকল জমির ধান মাটিতে পড়ে গেছে।
আরশি