ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকারি ব্যয় সাশ্রয়ে দুটি দিবস একসঙ্গে পালনের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৬:৩২, ২৮ এপ্রিল ২০২৫

সরকারি ব্যয় সাশ্রয়ে দুটি দিবস একসঙ্গে পালনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত।

সরকারি ব্যয় কমাতে এক সঙ্গে দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (২৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, 'আন্তর্জাতিক যুব দিবস' এবং 'জাতীয় যুব দিবস' এখন থেকে একত্রে ১২ আগস্ট তারিখে উদযাপিত হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগসমূহকে জাতীয় ও আন্তর্জাতিক সমধর্মী দিবসগুলো একত্রে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক দিবস উদযাপনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সমধর্মী দিবস একত্রে পালনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে সারসংক্ষেপ তৈরি করে উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×