
জুলাই-আগস্ট গণভুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন ২৫শে মে জমা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া, যাত্রাবাড়ি মামলার তদন্ত প্রতিবেদন ২০শে জুলাই এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও ২০শে জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালের বিচারক এ নির্দেশ দেন।
এর আগে করা নিরাপত্তায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানসহ ১৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পরে এক ব্রিফিংয়ে জানানো হয়, ""জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা।ব্রিফিংয়ে আরও জানানো হয়, ""ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের কাজ চলমান রয়েছে।উল্লেখ্য, আশুলিয়ার এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তদন্ত সংস্থা এখন দ্রুততম সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র:https://tinyurl.com/munpeee4
আফরোজা