ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু

প্রকাশিত: ১২:৪৯, ২৮ এপ্রিল ২০২৫

আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হবে। তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।​

রবিবার (২৭ এপ্রিল) আল-জাজিরার ‘টক টু আল-জাজিরা’ অনুষ্ঠানে ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, “যারা গণহত্যা, হত্যাকাণ্ড ও মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত, তাদের কেউ রেহাই পাবে না।”​

ড. ইউনূস আরও জানান, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে সব বিবরণ রয়েছে। এছাড়া, তাদের নিজেদেরও গবেষণা ও প্রতিবেদন আছে, যা বিচার প্রক্রিয়ার জন্য একটি ভালো শুরু। আইনি ব্যবস্থা কার্যকর হয়েছে, যাতে অপরাধীদের বিচার করা সম্ভব।​

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন জুনের পরে যাবে না।” আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কি না।”​

ড. ইউনূস আরও বলেন, “এটি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হবে না। অন্যান্য দল আছে, যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”​

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, হত্যাকাণ্ড ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

শিহাব

আরো পড়ুন  

×