
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার বিষয়ে মুখ খুলেছেন। তিনি এই হামলার পেছনে ভারতের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। মুফতি কাজী ইব্রাহিম বলেন, "কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে, এটা তোরাই (ভারত) ঘটিয়েছিস।"
বিশ্বব্যাপী সন্ত্রাসের জন্য ভারতকে দায়ী করে তিনি বলেন, "মুসলমানেরা সন্ত্রাসের জনক নয়। সন্ত্রাস ওরাই করে, ওরাই আবার হিন্দুকে মুসলমানের টুপি মাথায় দিয়ে মুসলমান বানিয়ে বোমা মারিয়ে বলে এটা মুসলমান করেছে।"
মুফতি কাজী ইব্রাহিম আরও বলেন, "ওরা বড় আওলিয়া, বড় বুজুর্গ সেজে কিছু বোকা মুসলমানদের তালিম দিয়ে, কিছু ওষুধ খাইয়ে তাদের ব্রেইন মিসগাইড করে। তারপর তাদের দিয়েও কিছু দুর্ঘটনা ঘটিয়ে দেখায় যে, 'এই দেখো ইসলাম'। এগুলো সব মিথ্যাবাদী। এটা নবীজী (সা.) বলেছেন।"
এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামের শান্তির দৃষ্টিভঙ্গি ও মুসলমানদের প্রকৃত পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন।
সূত্র: ://youtube.com/shorts/9PUG7OItrMY?si=VAIaOKG8su2lQpn2
আবীর