ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারকে জনগণ এখনও ভালো সমাধান মনে করছে

প্রকাশিত: ১০:৩৩, ২৮ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তী সরকারকে জনগণ এখনও ভালো সমাধান মনে করছে

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে জনগণ মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য একটি ভালো সমাধান হতে পারে।" তিনি আরও বলেন, "এখন পর্যন্ত আমরা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি যেখানে জনগণ বলেছে যে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করা উচিত।"​

রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার 'টক টু আল-জাজিরা' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।​

অনুষ্ঠানে উপস্থাপক ড. ইউনূসকে বলেন, "শেখ হাসিনার পতনের পরের 'মধুচন্দ্রিমা' সম্ভবত শেষ হয়েছে। এখন বড় বড় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন রোহিঙ্গা শরণার্থী সমস্যা। এসবের সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে?"​

জবাবে ড. ইউনূস বলেন, "আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো, রোহিঙ্গারা যেন নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে এবং পুনর্বাসিত হতে পারে।"​

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন জুনের পরে হবে না।"​

আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকেই দিতে হবে। তারা আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না।"​

উপস্থাপক প্রশ্ন করেন, "তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছেন কি না?"​

জবাবে ড. ইউনূস বলেন, "এটা নয়। অন্যান্য দলও বলছে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।"​

শিহাব

আরো পড়ুন  

×