
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো স্বাভাবিক ও প্রত্যাশিত ঘটনা। তিনি জানান, এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং এতে তিনি বিচলিত নন।
সম্প্রতি এক টক শোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন জানান, ব্রিটিশ এমপিদের অনেকে মনে করেন, যেহেতু আহসান এইচ মনসুর পাচার হওয়া অর্থ উদ্ধারে সক্রিয় ভূমিকা রাখছেন, তাই তার বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে। আলোচনায় গভর্নরের মেয়ে বিলাসবহুল জীবনযাপনের একটি ইমেইল রিপোর্টের প্রসঙ্গও ওঠে।
জবাবে গভর্নর মনসুর বলেন, "অপপ্রচার তো করবেই, এটা অপ্রত্যাশিত কিছু নয়। দ্বিতীয়ত, এই সব প্রচার ভিত্তিহীন। তৃতীয়ত, আমার মেয়ের বয়স প্রায় ৪০ বছর। তার নিজস্ব আয় ও জীবনধারা রয়েছে। তার লাইফস্টাইল নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই।" তিনি আরও জানান, তার মেয়ের সঙ্গে তার দেখা-সাক্ষাৎও তিন বছর পর মাত্র তিন মাস আগে হয়েছে। "সে বিদেশে থাকে, যোগাযোগও খুব কম হয়। বাবা-মেয়ের সম্পর্ক থাকবে, কিন্তু তার জীবনযাপনের বিষয়ে আমি হস্তক্ষেপ করি না," বলেন গভর্নর মনসুর।
সূত্র: https://www.facebook.com/share/r/1BdPLN8don/
আবীর