ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ভারতের চেয়ে কম খরচে রপ্তানির নিশ্চয়তা! আকাশপথে রপ্তানির বহুমুখী দুয়ার খুললো সিলেটে

প্রকাশিত: ০৯:১২, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:১২, ২৮ এপ্রিল ২০২৫

ভারতের চেয়ে কম খরচে রপ্তানির নিশ্চয়তা! আকাশপথে রপ্তানির বহুমুখী দুয়ার খুললো সিলেটে

ছবিঃ সংগৃহীত

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর দ্রুত পণ্য রপ্তানির নতুন দিগন্ত খুলছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আজ সন্ধ্যা ৭টায় সেখান থেকে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি উড়াল দেবে স্পেনের উদ্দেশ্যে। এই ফ্লাইটে থাকছে প্রায় ৬০ টন পণ্য।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এটি হবে দেশের দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি গার্মেন্টসসহ অন্যান্য পণ্যের রপ্তানিতে বিকল্প এবং গুরুত্বপূর্ণ একটি দ্বার খুলে দেবে।

বাংলাদেশ বিমান জানিয়েছে, আন্তর্জাতিক মানের কার্গো সেবা নিশ্চিত করতে সিলেট বিমানবন্দরে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী ইডিএস মেশিনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে।

ফ্লাইটটি যেহেতু ইউরোপগামী, তাই ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সেফটি রেগুলেশনের সকল শর্ত পূরণ করে এসএসসি আরথ্রি সার্টিফিকেশনসহ অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটটি পরিচালনা করছে। বিমান কার্গো সার্ভিস সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের বিকল্প হিসেবে এই নতুন রুট বাংলাদেশি পণ্যের দ্রুত সরবরাহ নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/i-NrosxZqvs?si=45vxYtuZP37Oo2uc

মারিয়া

×