ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দূরদূরান্ত থেকে ঢাকার হাসপাতালে আসতে হয় একাই, গাড়িভাড়াও নিজের! জুলাই আহতদের দুর্ভোগ কমানোর উপায় জানালেন উমামা ফাতেমা

প্রকাশিত: ০৮:৪৯, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৭, ২৮ এপ্রিল ২০২৫

দূরদূরান্ত থেকে ঢাকার হাসপাতালে আসতে হয় একাই, গাড়িভাড়াও নিজের! জুলাই আহতদের দুর্ভোগ কমানোর উপায় জানালেন উমামা ফাতেমা

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এক সাম্প্রতিক পোস্টে জানান, শহীদ নূর মোস্তফার শহীদি স্বীকৃতি এবং আহতদের সার্বিক অবস্থান পর্যালোচনার লক্ষ্যে "Empowering Our Fighters" এর একটি প্রতিনিধি দল কক্সবাজার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে। ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে শহীদ নূর মোস্তফার স্বীকৃতি বিষয়ক তথ্য অবহিত করা হয়েছে।

পরবর্তী পর্যায়ে ঈদগাঁও উপজেলায় শহীদ নূর মোস্তফার পরিবার এবং একই উপজেলার আহত লবণচাষী বেলাল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করা হয়। তিনি ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হন এবং বর্তমানে রড লাগানো হাতে কষ্টকর জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তাকে নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে, যার মধ্যে রয়েছে দীর্ঘ যাত্রা, উচ্চ খরচ, ও চলাফেরায় সীমাবদ্ধতা। পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এমন পরিস্থিতিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা এবং মানসিক ও শারীরিক সেবায় একটি ডেডিকেটেড টিম গঠন করা অত্যন্ত জরুরি। গুরুতর আহতদের সহযোগিতার জন্য একটি ভলেন্টিয়ার টিম গড়ে তুললে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে।

Empowering Our Fighters ইতোমধ্যে আহতদের ফলোআপের জন্য একটি দল নিয়ে কাজ করছে এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে টেকসই পুনর্বাসনের উপর জোর দিচ্ছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/12M6FPD6gny/

মারিয়া

×