ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আল জাজিরা প্রতিবেদন

ভারত সফরে আগ্রহ থাকলেও সাড়া দেয়নি দিল্লি: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৮:৩৩, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৩৮, ২৮ এপ্রিল ২০২৫

ভারত সফরে আগ্রহ থাকলেও সাড়া দেয়নি দিল্লি: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ ভারত, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথেই ভালো ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি বলেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে

 

 

সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, তার দিল্লি সফরের আগ্রহ থাকলেও ভারত তাতে সাড়া দেয়নি। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

 

 

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে সংঘটিত গুম, খুন এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। এসব প্রক্রিয়া শেষে আগামী মাসের শুরুতেই তার বিচার কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

 

চীন সফর নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সফরের আগে ভারতের প্রতি আগ্রহ জানানো হলেও সাড়া মেলেনি, তাই তিনি চীন সফর করেছেন। তবে শুধুমাত্র চীন নয়, বাংলাদেশ ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

 

আঁখি

×