ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

এ মাসের শেষে বা মে’র শুরুতে শেখ হাসিনার বিচার শুরু হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৭:৪১, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৪২, ২৮ এপ্রিল ২০২৫

এ মাসের শেষে বা মে’র শুরুতে শেখ হাসিনার বিচার শুরু হবে: প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে বিচার শুরু হবে।

ড. ইউনূস বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম, হত্যা, নির্যাতন এবং আর্থিক খাতে দুর্নীতির বিস্তারিত প্রমাণ উঠে এসেছে। এসব অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি বিমস্টেক সম্মেলনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করা হয়েছে।

ড. ইউনূস বলেন, “ভারত বাক-স্বাধীনতায় বিশ্বাসী, তাই তারা শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদানে বাধা দেবে না বলে আশা করি।”

সাক্ষাৎকারে তিনি নির্বাচন ও সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং আঞ্চলিক সহযোগিতা (যেমন সার্ক ও বিমস্টেক) পুনরায় সক্রিয় করার প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন, “শেখ হাসিনার সরকারের সময়ে রাষ্ট্রীয় ব্যাংকগুলো লুটপাটের শিকার হয়েছে, এবং ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন বাংলাদেশের রাজনীতির দিকে নিবদ্ধ, এবং ড. ইউনূসের বক্তব্য দেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথে বড় প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্রঃ https://youtu.be/_3UICw5DLDU?si=T_VyaB4EA41uunb8

মারিয়া

×