
ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে তা কার্যকরের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
শনিবার (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশকে দুর্বল করতে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, দেশের ‘সেন্টার অফ গ্র্যাভিটি’ হিসেবে পরিচিত সেনাবাহিনীকে ধ্বংস করার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলছে ২০০৯ সাল থেকেই।
সংগঠনের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন, নিজের কার্যক্রম সংশোধন করতে হবে। বক্তারা উল্লেখ করেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য কমিশন গঠনের দাবিতে তারা রাজপথে নেমেছিলেন। কিন্তু পরে সরকার ছয়টি কমিশন করলেও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যথাসময়ে কোনো কমিশন করা হয়নি।
তারা বলেন, ২০০৯ সালের পর থেকে দেশের শেয়ারবাজার কেলেঙ্কারি, গুপ্ত হত্যা, নির্বাচন জালিয়াতি ইত্যাদি ঘটনা ঘটেছে, যেখানে বাহিনীগুলোকে নিশ্চুপ রাখা হয়েছে। এ ধরনের ‘চুপ করিয়ে’ রাখার কৌশল শুরু হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের সময় থেকেই।
বক্তারা আরও জানান, দেশের বিচারিক ব্যবস্থার প্রতি তাদের সম্মান রয়েছে, তবে চাপ সৃষ্টি না করলে কোনো বিচার কার্যকর হয় না— এ অভিজ্ঞতা থেকে তারা আজ রাজপথে নেমেছেন। তারা বলেন, মেজর সিনহা একজন উদার, আধুনিক মনস্ক অফিসার ছিলেন, যাকে জঙ্গি তকমা দেয়া সম্ভব হয়নি।
মেজর সিনহা হত্যাকে ‘কালো অধ্যায়’ উল্লেখ করে বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের বিচার না হলে বুঝতে হবে দেশের বিচারিক ব্যবস্থা গভীর সংকটে রয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/xTFxBrS0k08?si=RyoA9IIrkcu_2eZl
এম.কে.