
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে।
কাতারভিক্তিক সংবাদমাধ্যম আল-জাজিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, পতিত শেখ হাসিনার সরকারের অনিয়ম দুর্নীতির বিচারসহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, পতিত সরকারের নেতা-কর্মীদের লুটপাটসহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি ও দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার হত্যা-গুমসহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে, তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনাল তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা।
এছাড়া, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমসটেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর প্রসঙ্গও আল-জাজিরাকে জানিয়েছেন তিনি।
সূত্র: https://www.facebook.com/share/v/1ARm2vJaSM/
রাকিব