ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পুলিশের বিশেষ অভিযান

সারাদেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৭, ২৭ এপ্রিল ২০২৫

সারাদেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৮ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থেকে রবিবার দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
রবিবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এ তথ্য জানান।এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫০৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় ছয় রাউন্ড সিসা কার্তুজ, তিনটি ছোরা, তিনটি চায়নিজ কুড়াল, দুইটি চাপাতি, একটি বিদেশী পিস্তল, ১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সারাদেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঝটিকা মিছিল করায় গ্রেপ্তার ৭ ॥ এদিকে রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকতরা হলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধুর আদেশ বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, তুরাগ থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, যশোর জেলার ঝিকরগাছা পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো. আমিরুল ইসলাম (রাজা), যশোর জেলার ঝিকরগাছা পৌর যুবলীগের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের সহযোগী জাফিরুল হক ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন মো. আজিম (বাচা)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, পোস্তগোলা এলাকা থেকে শেখ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে মো. ফরহাদ হাসানকে গ্রেপ্তার করে। ডিবি-মিরপুর বিভাগের একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হককে গ্রেপ্তার করে।
অন্যদিকে, ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত পৌনে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আজিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্যানেল

×