ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২১:৪০, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪১, ২৭ এপ্রিল ২০২৫

আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, "আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।" তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে সংঘাতপ্রবণ সম্পর্ক বিরাজ করছে। তবে ঢাকা কোনও বড় ধরনের সংঘর্ষ দেখতে চায় না, যা পুরো অঞ্চলের মানুষের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

উপদেষ্টা জানান, ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই বাংলাদেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "আমরা আশা করি, তারা সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের মতবিরোধ সমাধান করবে। মধ্যস্থতার জন্য কিছু দেশ ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা হোক বা তৃতীয় পক্ষের সহায়তায় হোক, আমরা দেখতে চাই উত্তেজনা প্রশমিত হয়েছে এবং শান্তি বজায় রয়েছে।"

ভারত ও পাকিস্তানের মধ্যে ইরান ও সৌদি আরবের মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হলে, মো. তৌহিদ হোসেন জানান, "এই পর্যায়ে আমরা মনে করি না যে বাংলাদেশের মধ্যস্থতার ভূমিকা নেওয়া প্রয়োজন। তবে, যদি ভারত বা পাকিস্তান বিশেষভাবে আমাদের সহায়তা চায়, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে আমাদের নিজস্ব কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই।"

বাংলাদেশের ওপর ভারত-পাকিস্তান উত্তেজনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে তিনি বলেন, "আন্তঃসংযুক্ত বর্তমান বিশ্বে আঞ্চলিক যেকোনো ঘটনা কিছু না কিছু প্রভাব ফেলবেই।"

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর এখতিয়ারভুক্ত। এ সময় তিনি জানান, তাঁর কাছে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন বা বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থার তথ্য নেই।

উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে ইরান ও সৌদি আরব আলাদাভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

সূত্র: বাসস

এম.কে.

×