ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

গাজী আনিসের গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০:৩০, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৪৭, ২৭ এপ্রিল ২০২৫

গাজী আনিসের গলিত মরদেহ উদ্ধার

ছবি: জনকণ্ঠ

রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকার একটি বাসায় রহস্যজনক মৃত্যু ঘটেছে গাজী আব্দুল্লাহ আনিস (৬৫) নামের এক ব্যক্তির। রবিবার দুপুরে ওই বাসা থেকে তার গলিত লাশ উদ্বার করা হয়। তিনি কিশোরগঞ্জের সদরের বাসিন্দা। তবে ৭৩ ইব্রাহিমপু বের ওই বাসায় তিনি বসবাস করছিলেন গত কদিন ধরেতাকে হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক মৃতু্য হয়েছে এ বিষয়ে পুলিশ কিছু ই নিশ্চিত করতে পারেন। নিহত মরহুমের পরিবার জানিয়েছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ ওই বাসা নিয়ে ডেভলপারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। তাকে একাধিকবার হত্যার হুমকিও দেখা হয়েছিল বলে কাফরুল থানায় তিনি একাধিক জিডি করে গেছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বাসায় নিজের বেডরুমের ফ্লোরে পড়েছিল তার মরদেহ। ধারণা করা হচেছ কদিন আগেই তার মৃ্ত্যু হয়েছে। যেকারণের লাশ পচে গলে ফুলে গেছে। রবিবার দুপুরে পুলিশ দরজার ছিটকাণি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে

আনিসের পরিবার জানিয়েছেন, গত ১২ এপ্রিল গাজী আনিস কিশোরগঞ্জ থেকে ইব্রাহিমপু রের বাসায় যাবার কথা বলে ঢাকায় আসেন। তারপর থেকেই ওই বাসায় থাকতেন। গত মঙ্গলবার তার সঙ্গে স্ত্রীর মোবাইলে শেষবারের মতো কথা হয়। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় স্বজন রবিবার দুপুরে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে পুলিশকে জানালে, সেখানে হাজির হয়ে দরজার খিল ভেঙ্গে ভেতরে গিয়ে ফ্লোরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শিহাব

×