ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শহর-গ্রামে সমানভাবে লোডশেডিং হবে

প্রকাশিত: ২০:১২, ২৭ এপ্রিল ২০২৫

শহর-গ্রামে সমানভাবে লোডশেডিং হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট সমানভাবে বিতরণ করা হবে। তিনি আরও জানান, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।​

গত ২৬ এপ্রিল খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ঘটনায় একটি ৮ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।​

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “এসি ব্যবহারে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এসি ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি।”​

সরকার আশা করছে, গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং জনগণের ভোগান্তি কমবে।

শিহাব

×