ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

গঙ্গার পানি বন্ধের হুমকি দিলেন বিজেপি এমপি

প্রকাশিত: ১৯:২৬, ২৭ এপ্রিল ২০২৫

গঙ্গার পানি বন্ধের হুমকি দিলেন বিজেপি এমপি

ছবি সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা আসনের বিজেপি এমপি নিশিকান্ত দুবে। একইসঙ্গে বাংলাদেশকে ‘সাপ’ বলে কটূক্তি করেছেন তিনি।

সম্প্রতি এক বক্তব্যে নিশিকান্ত দুবে ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের সময় স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা পানি চুক্তিকে 'ভুল' আখ্যা দিয়ে বলেন, “গঙ্গার পানি নিয়ে চুক্তি ছিল কংগ্রেস সরকারের একটি বড় ভুল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব? এখন তাদের চূর্ণবিচূর্ণ করার সময় এসেছে।”

তিনি দাবি করেন, যতদিন বাংলাদেশ সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করবে, ততদিন বাংলাদেশের জন্য পানি সরবরাহ বন্ধ রাখা উচিত। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার জের ধরেই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে। পাকিস্তান এ পদক্ষেপকে যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছে এবং কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আশিক

সম্পর্কিত বিষয়:

×