
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে বর্তমানে ৪২টি মামলা চলমান রয়েছে এবং বিগত বছরগুলোতে প্রতি সপ্তাহের বেশিরভাগ সময় কোর্টেই কাটাতে হয়েছে। আজ রবিবার তিনি বলেন, “এত মামলার ভিড় থেকে কবে মুক্তি পাবো জানি না। আজ একটি মামলার কার্যক্রম শেষ হলো, কিন্তু সামনে আরও অনেক মামলা রয়েছে।”
তিনি অভিযোগ করেন, শুধু তার বিরুদ্ধেই নয়, বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। "তাদের অনেককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, চাকরি ও ব্যবসা হারাতে হয়েছে," বলেন আমির খসরু।
তিনি প্রশ্ন তোলেন, “এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্র কি তাদের জন্য কোনও কম্পেনসেশন দেবে?” তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর ধরে যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি কোনো নজর দেওয়া হচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, তিনি একটি "মুক্ত ও স্বাধীন বিচার বিভাগ" দেখতে চান। তিনি বলেন, “গত ১৫-১৬ বছর ধরে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সবকিছু হারিয়েছে, কেউ কেউ জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ পুলিশ হেফাজতে প্রাণ হারিয়েছে। এসব অন্যায়ের বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া কোনো দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।”
সূত্র: https://www.youtube.com/watch?v=pZt51wSUKg4
আবীর