
ছবিঃ সংগৃহীত
পটুয়াখালীতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলার কালিকাপুর ইউনিয়নের টেঙ্গাতলা এলাকায় তার নিজ বসৎঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনেরা। পরে পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুরে নিজ ঘরে ঘুমাতে যান সরোয়ার। সন্ধ্যা সাত টার দিকে চাচাতো বোন তাকে ঘুম থেকে তুলে দিতে গেলে অনেক ডাকাডাকির পরে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজনকে জানান। এসময় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বিছানার উপর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন।
সরোয়ার তালুকদার পাটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। সিডি ক্রাইমস ইউনিট এখানে এসে কাজ করেছে, স্থানীয় থানা পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল আমরা তৈরি করেছি, লাশ পোস্টমর্টেমের জন্য আমরা এখন নিয়ে যাব, এরপর লাশের পোস্টমর্টেম হবে এবং সামগ্রিক বিষয় পারিপার্শ্বিকতা সবকিছু বিবেচনা করে তদন্ত করছি, তদন্তের সাপেক্ষে আসল কারণ সম্পর্কে জানা যাবে, জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা।
মারিয়া