ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কোন মামলা কোর্টে হবে, কোন মামলা থানায় হবে জেনে নিন

প্রকাশিত: ১৩:৫১, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫৮, ২৭ এপ্রিল ২০২৫

কোন মামলা কোর্টে হবে, কোন মামলা থানায় হবে জেনে নিন

ছবি: সংগৃহীত

প্রতিদিনের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে, যেগুলোর জন্য আমাদের কখনো থানায়, কখনো বা কোর্টে মামলা করতে হয়। কিন্তু অনেকেই জানেন না, কোন মামলা কোথায় করতে হবে। ফলে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়।

কোন মামলার ক্ষেত্রে থানায় মামলা করবেন?
যখন আপনার বাড়িতে বড় ধরনের ঘটনা ঘটে, যেমন মারামারি, খুন, ধর্ষণ, অপহরণ বা যৌতুকের দাবিতে নির্যাতন করা হয়, এসব ক্ষেত্রে অবশ্যই থানায় মামলা করতে হবে। এছাড়াও, যদি আপনার প্রতিবেশী আপনার ফসল নষ্ট করে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়, তা থেকেও থানা ব্যবস্থা গ্রহণ করবে।

কোন মামলার জন্য কোর্টে যেতে হবে?
পারিবারিক বিরোধ, যেমন ভরণপোষণ বা অভিভাবকত্ব সমস্যা, বিবাহ বিচ্ছেদের পর স্বামীর বাড়ির মালামাল ফেরত চাওয়া, জমি সংক্রান্ত মামলা—এসব কোর্টে করতে হবে। এছাড়া, আইনজীবীর মাধ্যমে এসব মামলার সঠিক ব্যবস্থা নেওয়া যায়।

কোন মামলায় থানায় অভিযোগ দিয়েও মীমাংসা করা সম্ভব?
যদি আপনার প্রতিবেশী বা অন্য কারও সঙ্গে ছোটখাটো জমি-জামা নিয়ে বিরোধ থাকে এবং বিষয়টি মারামারি বা বড় ঝামেলায় পরিণত হওয়ার আশঙ্কা থাকে, তখন আপনি থানায় অভিযোগ দিলেই থানা কর্তৃপক্ষ উভয়পক্ষকে ডেকে সমাধান করতে পারে। তবে, যদি কেউ এতে রাজি না হয়, তাহলে আদালতে মামলা করা যাবে।

কোন ক্ষেত্রে জিডি করতে হবে?
যদি কেউ আপনার জীবন বা নিরাপত্তার প্রতি হুমকি দেয়, আপনার প্রাণনাশের চেষ্টা করে, অথবা আপনার পরিবারের সদস্যদের নিখোঁজ হয়ে যায়, তাহলে তা অবশ্যই জিডি করতে হবে। এছাড়াও, ছোটখাটো মারধর বা হুমকি দেওয়ার ঘটনাও জিডি হওয়া উচিত।

এভাবে, সঠিক জায়গায় মামলা বা অভিযোগ দিতেই সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। আদালত বা থানা—কোন জায়গায় কি ধরনের মামলা বা অভিযোগ জমা দিতে হবে, তা জানা আমাদের আইনি সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=HlLIKkanzeI

আবীর

×