ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সাইবার আইন বাতিলের ফলে অপরাধ হলে মামলা করা যাবে?

প্রকাশিত: ১৩:৩০, ২৭ এপ্রিল ২০২৫

সাইবার আইন বাতিলের ফলে অপরাধ হলে মামলা করা যাবে?

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী এম টি উল্লাহ বলেছেন, সাইবার আইন বাতিল হওয়ার অর্থ এই নয় যে এখন থেকে আর কোনো সাইবার অপরাধের বিরুদ্ধে মামলা করা যাবে না। তিনি পরিষ্কারভাবে জানান, সাইবার আইনের কিছু ধারা পরিবর্তন বা বাতিল করা হলেও সবকিছু একসঙ্গে প্রত্যাহার করা হচ্ছে না।

তিনি ব্যাখ্যা করে বলেন, মূলত যেসব ধারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল — যেমন মত প্রকাশ, লেখালেখি কিংবা বাকস্বাধীনতার কারণে যেগুলো ব্যবহার করা হতো — সেসব ধারাই বাতিল করা হচ্ছে। কিন্তু সাইবার অপরাধ যেমন হ্যাকিং, পর্নোগ্রাফি ছড়ানো, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত করা বা অন্য যেকোনো ধরনের ডিজিটাল অপরাধের জন্য এখনো মামলা করার সুযোগ রয়েছে এবং সেই আইনি ব্যবস্থা বলবৎ থাকবে।

এম টি উল্লাহ আরও বলেন, "কেউ যদি সাইবার অপরাধে যুক্ত হয়, তবে বর্তমান আইনি কাঠামোর আওতায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। সুতরাং সাধারণ মানুষকে এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। সাইবার নিরাপত্তা রক্ষার জন্য আইন প্রয়োগ কার্যকরভাবে চলবে।"

 

সূত্র: https://youtube.com/shorts/YUM1PCEBChc?si=oj4mfH1DuT8zijYr

আবীর

×