
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সকল আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ৪ মে নির্ধারণ করা হয়েছে।
রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই শুনানির জন্য এদিন ধার্য করেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ, জাকির হোসেন, আনিসুর রহমান রায়হান বিশ্বাস, সামসুল ইসলাম মুকুল, আজমল হোসেন খোকন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ জানুয়ারি ২০২৫ সালে উচ্চ আদালত ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।
বিচারিক আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। তবে, হাইকোর্ট তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে তাদের খালাস দেন।
আবীর