
ছবিঃ সংগৃহীত
বিদেশে পলাতক নেতাদের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। তিনি বলেন, “নেতারা বিদেশে বসে চিকেন রোস্ট খাচ্ছেন, আর দেশের কিছু অতি উৎসাহী নেতাকর্মী জেলে পান্তা ভাত খাচ্ছেন। এখনো আপনারা বিদেশে বসে দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন, অথচ দেশের বিপ্লবী ছাত্রজনতা শিখে গেছে কীভাবে দুয়ে দুয়ে বাইশ মিলাতে হয়।”
তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “এই আওয়ামী লীগকে আপনি কেন নিষিদ্ধ করবেন না? আপনাকেই নিষিদ্ধ করতে হবে, ইন্টেরিম সরকারকেই নিষিদ্ধ করতে হবে।”
চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, “১০ নম্বর গোল চত্বরে, একটি গেটের কোণায়, আমি নিজ চোখে দেখেছি—টিয়ারশেল নিক্ষেপের পর এক যুবক সেই কোণায় আশ্রয় নিতে গেলে, তাকে গুলি করে ফেলে দেওয়া হয়। গুলিটি সরাসরি মাথায় লেগেছে। আমি নিজে এটি প্রত্যক্ষ করেছি।”
তিনি আরও বলেন, “এই ধরনের রাষ্ট্রীয় সহিংসতা, যেখানে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হয়, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য কি যথেষ্ট নয়? এখনো যে ৩০ হাজার মানুষ আহত হয়েছে, তা দেখেও কি আমরা চোখ বন্ধ করে থাকব?”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1FqvSGeCMM/
মারিয়া