
অবৈধ মাটি কাটা রোধে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন জায়গা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ২৬ এপ্রিল ) শনিবার দিবাগত রাত ৮টায় শুরু হয়ে রাত ৩ টা পযন্ত ৬ ঘন্টা ব্যাপি চলে এই অভিযান।
সেনাবাহিনীর সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় তিনি বলেন, ফসলি জমি ও সরকারী জমি থেকে মাটি উত্তোলন অবৈধ। অবৈধভাবে যে মাটি উত্তোলন করবে তাকে আইনে আওতায় আনা হবে।
তিন ফসলি বা যেকোনো আবাদী জমির উপরি ভাগের (টপ সয়েল) বা মাটি বিক্রি কিংবা মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল রাতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সারারাত অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান চালাকালে কোন লোকজন ও মাটি কাটার সরঞ্জাম পাওয়া যায়নি।।অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি ও পরিবেশ এবং সরকারী জমি রক্ষায় উপজেলা প্রশাসন এমন অভিযান অব্যাহত থাকবে।
আফরোজা