ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রফেশনালিজমের জায়গায় হারিয়েছে বিবেক: সারজিস আলম

প্রকাশিত: ১১:১৯, ২৭ এপ্রিল ২০২৫

প্রফেশনালিজমের জায়গায় হারিয়েছে বিবেক: সারজিস আলম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "মিডিয়া, নিউজ বা পোর্টালে প্রকাশিত কোনো তথ্যকে দেখা মাত্রই চিরন্তন সত্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে বিষয়গুলো যাচাই করার চেষ্টা করা।"

তিনি আরও বলেন, যারা ভয়াবহ নৃশংসতার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে মুক্তি দেওয়া ঠিক হবে না। বিশেষ করে, কোনো বিচারক যদি এ ধরনের মামলার আসামির পক্ষে জামিন মঞ্জুর করেন অথবা কোনো আইনজীবী তাদের পক্ষে লড়েন, তবে তারা তাদের বিবেকবোধকে পেশাদারিত্বের আড়ালে হারিয়ে ফেলেছেন বলেই ধরে নিতে হবে।

সারজিস আলম অনুরোধ জানিয়ে বলেন, "এই ধরনের নরপশুদের প্রতি যেন আমরা ব্যক্তি বা সামাজিক স্তরে কোনো সহানুভূতি না দেখাই। যারা নারকীয় অপরাধ করে, তাদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া চলবে না।"

তিনি এই মন্তব্যগুলো করেন, জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কলেজছাত্রী মেয়ে লামিয়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে।

 

সূত্র: https://www.facebook.com/share/r/1FD7zs728B/

আবীর

×