ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

‘সমাজ পরিবর্তনে ছাত্র-জনতা ও বীর জনতাকেই নেতৃত্ব দিতে হবে’

প্রকাশিত: ১১:০০, ২৭ এপ্রিল ২০২৫

‘সমাজ পরিবর্তনে ছাত্র-জনতা ও বীর জনতাকেই নেতৃত্ব দিতে হবে’

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাধারণ শ্রমিক, কৃষক এবং জনতাই লড়াই করেছে। কিন্তু এই লড়াইয়ের ফল ভোগ করেছে দেশের কিছু ভন্ড, ভাওতাবাজ রাজনীতিবিদ ও উঁচুতলার সুবিধাভোগী মহল।

তিনি বলেন, "আর নয় ভন্ড রাজনীতিবিদদের পেছনে ঘুরে দেশ, সমাজ ও এলাকার ক্ষতি করা। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এই সমাজ পরিবর্তনে সাধারণ ছাত্র ও জনতাকেই নেতৃত্ব দিতে হবে।"

নুরুল হক নুর আরও আহ্বান জানান, ভবিষ্যৎ রক্ষায় জনগণের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে এবং দেশের প্রকৃত উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=uOQ2q-SPB-A

আবীর

×