ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা সংশোধন করলে নতুন করে কার্ড কীভাবে পাবেন

প্রকাশিত: ১০:৩৪, ২৭ এপ্রিল ২০২৫

স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা সংশোধন করলে নতুন করে কার্ড কীভাবে পাবেন

ছবি: সংগৃহীত

স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা তথ্য সংশোধনের পর নতুন করে স্মার্ট কার্ড পাওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের বর্তমান নীতিমতে, একজন নাগরিককে জীবনে একবারই স্মার্ট কার্ড প্রদান করা হয়। হারিয়ে গেলে বা ভুল সংশোধনের পর পুনরায় কেবল লেমিনেটেড এনআইডি কার্ড ইস্যু করা হয়।

স্মার্ট কার্ডে চিপ সংযুক্ত থাকে, যেখানে আইরিশের ছাপ, আঙুলের ছাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এসব তথ্য লেমিনেটেড এনআইডি কার্ডে থাকে না। তবে লেমিনেটেড এনআইডি কার্ড ব্যবহার করেও সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করা সম্ভব হবে।

কার্ড হারালে প্রথমে নির্বাচন কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। তাদের নির্দেশনা অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ‘রিইস্যু রেজিস্ট্রেশন’ ও ‘রিইস্যু আবেদন’ করতে হবে। এরপর অনলাইন থেকে বা উপজেলা নির্বাচন অফিস থেকে লেমিনেটেড এনআইডি কার্ড সংগ্রহ করা যাবে।

স্মার্ট কার্ডের নম্বর ও লেমিনেটেড এনআইডির নম্বর একই থাকে। স্মার্ট কার্ডের তথ্য মনে না থাকলে জন্ম নিবন্ধন সনদ নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি নম্বর উদ্ধার করা যাবে এবং তা ব্যবহার করে অনলাইন থেকে কার্ড সংগ্রহ করা সম্ভব।

বর্তমানে একটি স্মার্ট কার্ড তৈরি করতে সরকারের বিপুল ব্যয় হয়, এজন্য নতুন করে স্মার্ট কার্ড ইস্যু করা হচ্ছে না। তবে ভবিষ্যতে নীতিমালায় পরিবর্তন এলে পুনরায় স্মার্ট কার্ড পাওয়ার সুযোগ মিলতে পারে।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=qMThLPp27tc

আবীর

×