ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

হতে পারে ধর্মীয় দাঙ্গা, ভারত-পাক যুদ্ধাবস্থায় ঢাকাকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের

প্রকাশিত: ১০:০৭, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৭, ২৭ এপ্রিল ২০২৫

হতে পারে ধর্মীয় দাঙ্গা, ভারত-পাক যুদ্ধাবস্থায় ঢাকাকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির চেষ্টা রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেন, দেশে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অবৈধ যাতায়াত বন্ধ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ এখন মুখোমুখি অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক (GFP) 2025 অনুযায়ী, পরমাণু অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে থাকলেও সামরিক বাজেট ও বাহিনীর সংখ্যা অনুযায়ী ভারত এগিয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন অপপ্রচারকারীরা সুযোগ নিতে পারে।

বিশ্লেষকরা ধর্মীয় ইস্যুতে উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা প্রতিরোধে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তারা বলেন, যদিও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোনো বড় ধরনের দাঙ্গা বা বিশৃঙ্খলা ঘটেনি, তবুও পরিস্থিতি উত্তেজনাকর হতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর ইশফাক ইলাহী চৌধুরী বলেন, যদি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সামরিক সংঘাতে রূপ নেয়, তবে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে। তবে, তাদের আশা যে, এই সংকট দ্রুত নিরসন হবে এবং পাকিস্তান বেশি এগোবে না, বরং দুই দেশই পিছু হটে পরিস্থিতি শান্ত করবে।

এদিকে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের জনগণের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে, এবং তারা মনে করেন যে জনগণ যথাযথভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/AiPpUe9Oe-s?si=1iA4DxedOq8flzJz

মারিয়া

×