ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন

প্রকাশিত: ০৯:৪২, ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার জার্মানির বার্লিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে বার্লিনের একটি পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর।

জানা যায়, দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কবি। গত বছরের ডিসেম্বরে বার্লিনের ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়।

শনিবার সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। বার্লিনেই তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে, তবে আনুষ্ঠানিকতার সময় ও স্থান পরে নির্ধারিত হবে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনার দোহারপাড়ায় জন্ম নেয়া দাউদ হায়দার প্রতিবাদী লেখার কারণে ১৯৭৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। পরে নোবেলজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস এবং জার্মানির তৎকালীন ভাইস চ্যান্সেলরের সহযোগিতায় জার্মানিতে আশ্রয় নেন।

আবীর

×