
ছবিঃ সংগৃহীত
শহীদদের পরিবারের নিরাপত্তা ছিল রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা প্রদান করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে ঘটিত ধর্ষণের ঘটনাটি এর স্পষ্ট উদাহরণ হিসেবে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন মীর স্নিগ্ধ।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, "এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এতদিনে রাষ্ট্রকে উচিত ছিল শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাদের এই অপরাধে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা।"
এছাড়া, লামিয়ার আত্মহত্যা নিয়ে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, "আজকের ঘটনা আমাদেরকে কঠিন সত্যের সামনে দাঁড় করিয়েছে। যদি শহীদ পরিবারের সদস্যরা নিরাপদ না থাকেন, তাহলে আমাদের সমাজে আর কেউ নিরাপদ থাকবে না।"
লামীার ধর্ষণের ঘটনা প্রমাণ করেছে যে রাষ্ট্র শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি, শহীদ পরিবারের আত্মীয়স্বজনদের জন্য পর্যাপ্ত সিকিউরিটি সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে হবে দাবি করেন তিনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/192eAC86Ct/
মারিয়া