ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ধরে নেয়ার কোন কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, বেস্ট অপশনটাই চুজ করব: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০৭:২৭, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:২৭, ২৭ এপ্রিল ২০২৫

ধরে নেয়ার কোন কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, বেস্ট অপশনটাই চুজ করব: আসিফ মাহমুদ

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার ভিন্ন ভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।


রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, "কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি। এটা ধরে নেয়ার কোন কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব।"

তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি। কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই অনিশ্চিত। তবে এটা ধরে নেয়ার কোন কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব।"


নতুন রাজনৈতিক দলের প্রতি আগ্রহের বিষয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, "কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে, যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছেন। তো সেখানে আগ্রহটা তো আছে কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। এবং সেটা যেকোন রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।"


সম্পদের হিসাব সংক্রান্ত প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, "সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে। কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে টিন নাম্বার এক বছর আগের থাকতে হয়। তো এক বছর আগে তো আমার টিন নাম্বার নেই স্বাভাবিকভাবে। আমি একজন স্টুডেন্ট। তো আমার তো আয়কর জমা দেয়ারও সুযোগ নেই।"

তিনি আরও জানান, "আমি আমার টিন নাম্বার করেছি। আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিশিয়ালি যে সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আনঅফিশিয়ালি আমার ব্যাংক একাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব। কিন্তু চাইলে এখনো দিতে পারি।"

 

 


সূত্র:https://tinyurl.com/yevrn8jd

আফরোজা

×