
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগকে নিয়ে বলেছেন, ‘নিঃসন্দেহে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটি প্রমাণিত। এটি আমরা চাক্ষুষ দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি। এই গণঅভ্যুত্থান হয়েছে মূলত তাদের গণহত্যার কারণে।’
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শিবির সভাপতি জাহিদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগকে ‘গণহত্যাকারী দল’ আখ্যা দেন। নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারা আবার এখানে পুনর্বাসিত হবেন, তারা এখানে আবার এ ধরনের মিছিল করবেন-এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ মেনে নিবে না।’
তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে সতর্ক হওয়ার বার্তা দিয়ে বলেন, ‘তারা বোকামি করছেন, কারণ যে নেত্রী তাদেরকে এদেশে এতো বিপদের মুখে রেখে চলে গিয়েছেন, সেই নেত্রীর জন্য তারা আবার জীবন বাজি রেখে এতোটা রিস্ক জোনে যাচ্ছেন।’
এছাড়া, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল ‘নিঃসন্দেহে কোনো বোকা মানুষ ছাড়া কেউ করতে পারে না’ বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=AjjyjbgRCmo
রাকিব