
ছবি: সংগৃহীত
আব্দুন নূর তুষারের বলেন, একটা সংস্কার এসেছে। নারী বিষয়ক সংস্কার প্রস্তাব। সেখানে তারা প্রস্তাব করেছেন যে, নারী অধিকারের জন্য স্থানীয় সরকার নির্বাচনকে মূল নির্বাচন অর্থ্যাৎ জাতীয় নির্বাচন আগে করতে হবে।
তিনি আরও বলেন, তারা সংস্কারে বলেছেন প্রতিবন্ধীদের জন্য আলাদা বাথরুম নিশ্চিত করতে হবে। কিন্তু পৃথিবীর কোন দেশে প্রতিবন্ধীদের জন্য কোন আলাদা বাথরুম তৈরি হয়নি। কারণ একসঙ্গে কখনো এতো প্রতিবন্ধী কোথাও যায় না। আর প্রতিবন্ধীদের যে টয়লেট তা একটি বিশেষ
ব্যবস্থায় তৈরি হতে পারে।
পরীমণির প্রসঙ্গ নিয়ে আব্দুন নূর তুষার বলেন, পরীমণি হচ্ছে রাষ্ট্রের একটা ডাইভারশন। এখন সে তার বোয়া যে তার মানহানি করেছে। এটা নিয়ে সে একটা মামলা করেছে। তো এটা নিয়ে যদি একটা মামলা হতে পারে। তাহলে সে বোর্ট ক্লাবে যে একটা ঘটনা ঘটলো তা নিয়ে কোন মাতা মাতি নাই।
আব্দুন নূর তুষার হিরো আলম প্রসঙ্গে বলেন, হিরু আরকাম বলেন, হিরো আলম আসলে কোন কিছুই ছাড়বে না। এগুলো হলো তার টিআরপি বাড়ানোর জনঃ্য তিনি এসব কার্যক্রম করছে।।
শহীদ