ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কারাগারে আওয়ামী নেতাদের দ্বীনের দাওয়াত দিয়েছেন মুফতি জিয়া বিন কাসেম

প্রকাশিত: ০৫:১৫, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৪০, ২৭ এপ্রিল ২০২৫

কারাগারে আওয়ামী নেতাদের দ্বীনের দাওয়াত দিয়েছেন মুফতি জিয়া বিন কাসেম

ছবি: সংগৃহীত

সম্প্রতি কারামুক্ত সাদপন্থি আলেম মুফতি জিয়া বিন কাসেম জানান, কারাগারে তার সাথে পতিত আওয়ামী নেতা শাহজাহান খান, আব্দুস সোবহান গোলাপ, হাজী সেলিম ও সালমান এফ রহমানের দেখা হয়েছে।

এছাড়া, কারাগারে তার সাথে দেখা হওয়া আওয়ামী নেতাদের ‘যতদূর সম্ভব দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে’ বলে জানান তিনি। কারাগারে থাকাকালীন অভিজ্ঞতা এবং নানা তথ্য জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতি জিয়া বিন কাসেম বলেন, ‘জেলখানার এই জীবন আজকে নাহয় কালকে শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের হায়াত তো কোনোদিন শেষ হবে না। তাই যতদূর সম্ভব তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি।’

এছাড়া, তার সাথে প্রথম দেখায় আওয়ামী নেতা হাজী সেলিম তার হাতে থাকা তসবিহ নিয়ে, ওখানেই তা জপা শুরু করেছিলেন বলে জানান তিনি।

উল্লেখ্য, টঙ্গী ইজতেমা ময়দানে সহিংসতার ঘটনায় হওয়া মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর গত রোববার (২০ এপ্রিল) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সাদপন্থি আলেম মুফতি জিয়া বিন কাসেম মুক্তি লাভ করেন।

 

সুত্র: https://www.youtube.com/watch?v=E8H0PjCYwcs&t=45s

রাকিব

×