ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সবাই মানুষ পরিচয়ে পরপারের জবাবদিহিতায় বিশ্বাস করি বলেই ধর্ম আমাদের আশ্রয় এবং শক্তি: আসিফ

প্রকাশিত: ২৩:১০, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১১, ২৬ এপ্রিল ২০২৫

সবাই মানুষ পরিচয়ে পরপারের জবাবদিহিতায় বিশ্বাস করি বলেই ধর্ম আমাদের আশ্রয় এবং শক্তি: আসিফ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে মানবতা ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি লিখেছেন, প্রয়াত পাগল হাসানের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ছাতকের পথে রওনা হয়েছিলেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রাকালে তিনি চোখ বন্ধ করে দোয়া পড়ছিলেন।

চোখ খুলে দেখতে পান, তাঁর সহযাত্রী ধ্রুব গুহও চোখ বন্ধ করে নিজের মতো করে আঙুলের কড় গুনে মন্ত্র পাঠ করছেন। আসিফ উল্লেখ করেন, তিনি মুসলিম পরিবারে জন্মেছেন এবং ধ্রুব গুহ হিন্দু পরিবারে, কিন্তু তারা দুজনেই একে অপরকে শুধুমাত্র 'মানুষ' হিসেবেই চেনেন, জানেন এবং আপন করে নেন।

আসিফ আরও লেখেন, বাংলাদেশের প্রতিটি জনপদে শত শত বছর ধরে এই মনুষ্যত্ববোধ বিরাজমান রয়েছে এবং থাকবে। তিনি স্বীকার করেন, মাঝেমধ্যে কিছু ঝামেলা ও ফ্যাসাদ সৃষ্টিকারী থাকলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত মনুষ্যত্ববোধের হাতেই।

আসিফ বলেন, "ধ্রুব দাদা আর আমি এখানে একটা উদাহরণ মাত্র। আমরা সবাই মানুষ পরিচয়ে পরপারের জবাবদিহিতায় বিশ্বাস করি বলেই ধর্ম আমাদের আশ্রয় এবং শক্তি।"

তিনি তাঁর পোস্টের শেষে জানান, ছবিটি তুলেছেন জুয়েল মোর্শেদ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসিফের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভালবাসা অবিরাম, মন্তব্য করেন তিনি।

এম.কে.

×