
ছবি: জনকণ্ঠ
সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উল্লাপাড়া পৌর শহরের মেজবান রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।
জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি।
প্রধান অতিথির বক্তব্যে খান সাঈদ হাসান জ্যোতি বলেন, "চাঁদাবাজি অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ। এর চেয়ে ভিক্ষাবৃত্তি অনেক ভালো। তাই যারা চাঁদাবাজি করেন, তারা চাঁদাবাজি ছেড়ে ভিক্ষা করুন।"
তিনি শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, "আপনারা মনে রাখবেন, শ্রমিকদের নাম করে চাঁদা তুলে যা ইচ্ছা করবেন, তা মেনে নেওয়া হবে না। আমরা কখনোই চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না।"
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এম. এ. ওহাব এবং সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ।
এম.কে.