
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সৈয়দ জিয়াউল হক তার বিরুদ্ধে থাকা ফাঁসির রায় স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। রোববার (২০ এপ্রিল) তিনি ক্রিমিনাল প্রসিডিউর কোডের (সিআরপিসি) ৪০১ ধারার আওতায় দণ্ড সাসপেন্ড বা মওকুফের জন্য আবেদন করেন।
পুলিশ সদর দপ্তরের এক নথি থেকে জানা গেছে, মেজর জিয়ার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল, যার মধ্যে তিনটিতে ফাঁসির রায় হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা সাতটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
সৈয়দ জিয়াউল হক জানান, তার নামে করা বেশ কয়েকটি মামলাই সাজানো। তিনি চান আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু মোকাবেলা করতে। তিনি আরও বলেন, তার ফাঁসির রায় স্থগিত এবং সাজা মওকুফ হলে স্বাভাবিক জীবনে ফেরার পথ সহজ হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। তবে সম্প্রতি জানা গেছে, পুলিশ সদর দপ্তরের নথিতে এখন আর তার নাম নেই। আইজিপি অফিস থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, সৈয়দ জিয়াউল হকের নামে ২০ লাখ টাকার কোনো পুরস্কার ঘোষণার রেকর্ডও তাদের কাছে নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহল মনে করছে, হয়তো আগের তথ্যটি সঠিক ছিল না অথবা ৫ আগস্টের পর তার মোস্ট ওয়ান্টেড স্ট্যাটাসটি সরিয়ে ফেলা হয়েছে।
মেজর জিয়া জানান, মামলাগুলোর পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। তার বর্তমান অবস্থান সম্পর্কে তার আইনজীবীও নিশ্চিত তথ্য দিতে পারেননি।
সরকার যদি ফাঁসির সাজা স্থগিত করে এবং বাকি মামলাগুলো প্রত্যাহার করে, তবে তিনি মুক্ত জীবনে ফিরে আসতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন।
ভিডিও দেখুন: https://youtu.be/_Fg79zd8lLI?si=7I1X_cPBRdnMAyRS
এম.কে.