
ছবিঃ প্রতিবেদক
রাণীশংকৈলে হুমায়ুন কবীর নামের এক কৃষকের প্রায় এক একর জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের কুমরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।
কৃষক হুমায়ুন কবীর বলেন, ‘সকালে লাউ ক্ষেত পরিচর্যাকারী নুর ইসলাম ক্ষেতের অবস্থা দেখে আমাকে ফোন দিয়ে বলে আমার লাউ ক্ষেতের প্রায় দুইশত গাছ কে বা কাহারা কেটে দিয়েছে। লীজ নেওয়া জমিতে চাষ করা ফসলে দুর্বৃত্তদের হামলায় আমি প্রায় নিঃস্ব হয়ে গেলাম। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তাদের আমি বিচার চাই।’
ক্ষেতপরিচর্যাকারী নুর ইসলাম বলেন, ‘সকালে ক্ষেতে এসে দেখি লাউ গাছ গুলোর গোড়াগুলো কাটা। দেখে খুব খারাপ লাগলো এবং সাথে সাথে আমার মালিককে ফোন দিয়ে বিষয়টি জানাই।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি দু:খজনক। যারা এ কাজটি করেছে মোটেই ঠিক করেন নি। আমাদের কৃষি অধিদপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছে, উনাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
আরশি