ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জোনায়েদ সাকি

ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে ভোটাধিকার হবে না

প্রকাশিত: ১৯:৪০, ২৬ এপ্রিল ২০২৫

ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে ভোটাধিকার হবে না

ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন তো একটা জরুরি বিষয়, অপরিহার্য বিষয়। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাব সেখানে নির্বাচন তো থাকবেই। আমরা অভ্যুত্থান করেছি। অভ্যুত্থানের আগে যে প্রশ্নগুলো উঠেছিল বাংলাদেশে, যে এখানে ভোটাধিকার হরণ করে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করা হয়েছে। কাজেই আমাদের সংগ্রাম যেমন ভোটাধিকারের ছিল তেমনি আবার ভোটাধিকারটা নিশ্চিত করার জন্য বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে যেটাকে ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছে। 

আজ ২৬ এপ্রিল(শনিবার) একটি বেসরকারি টেলিভিশন টকশোতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সেটা টিকিয়ে রেখে তো আর ভোটাধিকার হবে না। ওই ব্যবস্থাটার বদলের প্রশ্নটা এসেছিল। ফলে ভোটাধিকারের সংগ্রামের লক্ষ্য ছিল সরকার এবং শাসন ব্যবস্থা দুই বদল করা। সেই দিক থেকে সরকারের বদল ঘটেছে সরকার পতন করেছে তারা পালিয়ে গেছে। কিন্তু শাসন ব্যবস্থাটা বদল করতে হবে যেখানে ভোটাধিকার নিশ্চিত হবে এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিয়ে থাকতে পারবে। সেইখানে আমাদের যে প্রশ্নগুলো এসেছে যে, রাজনৈতিক সংগ্রামের মধ্যেই অনেকগুলো সংস্কার প্রস্তাব সামনে এসেছিল এবং সেই সংস্কারের জন্য যেমন নির্বাচন ছিল তেমনি নির্বাচনের জন্য আবার অনেকগুলো সংস্কার। 

ফারুক

×